কাঠালিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৭ মার্চ , ২০২৪ ০৭:৫৫ আপডেট: ২৭ মার্চ , ২০২৪ ০৭:৫৫ এএম
কাঠালিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮.০০ টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাঠালিয়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮.০০ টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাঠালিয়া প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে কাঠালিয়া পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ ও আনছার সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।

অন্যদের মদ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আনোয়ারুল আজিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, ফজলুল হক মৃধা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশিরসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরোও খবর

Logo