দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা
দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং দ্রুত বিচার আইনের কার্যকর প্রয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, "দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের বিচার না হওয়ায় শিশু থেকে শুরু করে নারীরা প্রতিনিয়ত যৌন সহিংসতার শিকার হচ্ছে । তাই ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায়, জনসাধারণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।"তারা আরও বলেন, "একটি সুস্থ সমাজ গড়তে হলে ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর না হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।"বিক্ষোভ ও মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা দ্রুত শাস্তির মুখোমুখি হচ্ছে না। তাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রোধে আইন সংশোধন ও দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সাধারণ জনগণও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।