নতুন করে বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ২৫ আগস্ট , ২০২৪ ১৪:১২ আপডেট: ২৫ আগস্ট , ২০২৪ ১৪:১২ পিএম
নতুন করে বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা
গত মঙ্গলবার (২০ আগষ্ট) ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পান। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এরপর গত বুধবার (২১ আগষ্ট) সংস্থাপন শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ প্রশাসনিক দায়িত্ব প্রাপ্তদের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। অচলাবস্থা দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। 

গত মঙ্গলবার (২০ আগষ্ট) ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পান। পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এরপর গত বুধবার (২১ আগষ্ট) সংস্থাপন শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের পর একে একে ছাত্র উপদেষ্টা, কোষাধ্যক্ষ, প্রক্টর, হলসমূহের প্রভোস্টসহ একাধিক পদে নতুনদের নিয়োগ দেয়া হয়।গত বুধবার (২১ আগষ্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত আদেশনামায় তাদের নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক। নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির।

নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম।বাকৃবির হলগুলোর প্রভোস্ট পদেও এসেছে নতুন মুখ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. বজলুর রহমান, বাকৃবির আশরাফুল হক হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আলম মিয়া, শহীদ শামসুল হক হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল আওয়াল, ঈশা খাঁ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক, শহীদ জামাল হোসেন হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. শাহজাহান মঞ্জিল, শাহজালাল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. বদিউজ্জামান খান, শহীদ নাজমুল আহসান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. কামরুল ইসলাম, বেগম রোকেয়া হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মোজাম্মেল হক, ফজলুল হক হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নতুন প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি, সুলতানা রাজিয়া হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. রুহুল আমিন, তাপসী রাবেয়া হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান, ফজিলাতুননেছা মুজিব হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা এবং রোজী জামাল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।



এছাড়াও প্রশাসনিক পদগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কৃষি মিউজিয়াম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ প্রভৃতির পরিচালক পদেও রদবদল এসেছে। 

এই বিভাগের আরোও খবর

Logo