অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন- এই অঙ্গীকার নিয়ে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন- এই অঙ্গীকার নিয়ে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ৮ মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়।