নকলায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৩০ মে , ২০২৪ ০৮:০১ আপডেট: ৩০ মে , ২০২৪ ০৮:০১ এএম
নকলায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ
শেরপুরের নকলায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে নকলা পৌরসভার জালালপুর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুরের নকলায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে নকলা পৌরসভার জালালপুর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জমিলা বেগমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহম্মেদ লালন, মহিলা কাউন্সিলর জমিলা বেগম প্রমুখ।

বক্তারা প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এক্ষেত্রে একজন নারীর ভূমিকা কি বা কেমন হওয়া উচিত এ বিষয়েও বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

এসময় পৌরসভার সদ্য নিয়োগপ্রাপ্ত সুপার ভাইজার ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo