নরসিংদীতে ব্যবসায়ী খুন, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার : পিবিআই’র দুর্দান্ত সাফল্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৭:০৪ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৭:০৪ পিএম
নরসিংদীতে ব্যবসায়ী খুন, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার : পিবিআই’র দুর্দান্ত সাফল্য

নরসিংদী শহরের হাজীপুরে প্রকাশ্যে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হককে (৪০) দা’য়ের কোপে হত্যা করা হয়েছে। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউসারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। দ্রুততম এ সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে এবং পিবিআই’র প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মোজাম্মেল হক রায়পুরা উপজেলার চর সুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি হাজীপুরে ভাড়া বাসায় থাকতেন এবং শহরের সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দোকানে যাওয়ার পথে মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন মোজাম্মেল। এসময় হঠাৎ কাউসার নামের এক ব্যক্তি পিছন থেকে তার ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর হত্যাকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পিবিআই আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে কুমিল্লায় বিশেষ অভিযানে প্রধান আসামি কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অপরাধী যত শক্তিশালী বা চতুর হোক না কেন, আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঘটনার পর দ্রুততম সময়ে ঘাতককে গ্রেপ্তার করা পিবিআই’র প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী পিবিআই’র এমন দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের দাবি—এই হত্যার ন্যায় বিচারের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন হোক।

এই বিভাগের আরোও খবর

Logo