ধুরধুরিয়া আলিম মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ সেলিম মিয়া প্রকাশিত: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৫:১৩ আপডেট: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৫:১৩ এএম
ধুরধুরিয়া আলিম মাদ্রাসা  বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
মঙ্গলবার (৩০শে জানুয়ারি ২০২৪ইং) সকাল ৯ টায় প্রথম অধিবেশনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন এবং বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হক (শাহিন) ।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি ২০২৪ইং) সকাল ৯ টায় প্রথম অধিবেশনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন এবং বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল হক (শাহিন) ।


অনুষ্ঠানে মাদ্রাসা গভনিং বডির সভাপতি গোলাম কিবরিয়া তরফদার এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার মোহসিনা বেগম।  


প্রধান অতিথি বক্তব্য বলেন , প্রতিষ্ঠান ব্যক্তি উপর ডিফেন্স করে, একটা বিষয় মনে রাখতে হবে,  যারা বলেন ঐ কাজটি আমি করেছি,  উমুক কাজটি আমার পিতা, মাতা ও দাদা করেছে, যারা এ কথা মূখে উচ্চরণ করেন তারা এক প্রকার এলাকা ক্ষতিকর লোক। তাদের প্রতি আমার খুব খারাপ বা লজ্জা লাগে। কারণ তারা প্রতিষ্ঠানের ভালো চায় না। তারা সমাজের ভালো চায় না । আমার যদি পিছনে দিকে তাকাই এটা তাদের  পারিবারিক প্রতিষ্ঠান তাদের অযোগ্য লোক বসিয়ে  ঐ প্রতিষ্ঠান কে ডুবেয়ে দিয়েছে। কথাই আছে না ডান হাতে দান করলে বাম হাতে জানবে না । তিনি আরো বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, সরকারের এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অবশ্যই তোমাদের সহযোগিতা প্রয়োজন হবে। তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ,স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ ব্যবস্থা,স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট অর্থনীতি প্রয়োজন। দেশের প্রতিটি নাগরিক যদি স্মার্ট হয় তাহলে বাকি সবগুলোই স্মার্ট হয়ে যাবে। পরে অনুষ্ঠানের শেষের দিকে অতিথিবৃন্দ, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রণকারী সকল প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।


এই বিভাগের আরোও খবর

Logo