দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ,দ্রুততম সময়ে অপরাধীর বিচারকার্য সম্পন্ন সহ নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল হয়েছে
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ,দ্রুততম সময়ে অপরাধীর বিচারকার্য সম্পন্ন সহ নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল হয়েছে।
এ বিষয়ে অভিমত জানিয়েছেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা।
তিনি বলেন,"নারী ও শিশুদের প্রতি সহিংসতা আমাদের সমাজে ব্যাধিতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ বিচারহীনতা এবং বিচারকার্যে দীর্ঘসূত্রিতা।এছাড়াও এলাকার প্রভাশালীদের ছত্রছায়ায় আপোষের নামে অবিচার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী পরিবার বিষয়টি গোপন রাখে।এর ফলে ধর্ষকরা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এরূপ পরিস্থিতিতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে সমাজের নারী ও শিশুরা নিরাপদে থাকতে পারবে বলে আশা করা যায়।"
অপরদিকে নারী নির্যাতন, ধর্ষণ প্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন বলেন,"প্রথমত, পারিবারিক এবং সামাজিক সচেতনতা, সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
এবং আইনের যথাযথ ও সঠিক প্রয়োগ; যাতে প্রকৃত অপরাধীকে দ্রুততম সময়ে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা যায়। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে উক্ত পরিবর্তন ও সেগুলোর প্রয়োগ কামনা করছি।"