তানোরের দেউল কালনা গ্রামে জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতির নিজ উদ্যোগে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ মার্চ , ২০২৫ ১১:৪৪ আপডেট: ২৬ মার্চ , ২০২৫ ১১:৪৪ এএম
তানোরের দেউল কালনা গ্রামে জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতির নিজ উদ্যোগে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর তানোর পৌরসভার তালন্দ ইউনিয়নের দেউল কালনা গ্রামের মসজিদে (২৫ মার্চ) সন্ধ্যার সময় এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়

রাজশাহীর তানোর পৌরসভার তালন্দ ইউনিয়নের দেউল কালনা গ্রামের মসজিদে (২৫ মার্চ) সন্ধ্যার সময় এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. শামসুদ্দিন ইসলাম। ইফতার মাহফিলে জামায়াত ইসলামের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের এই সিয়াম সাধনার মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়া-মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের শুভ সূচনা করা হয়। এরপর মাওলানা মো. শামসুদ্দিন ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রমজান মাস শুধু উপবাস থাকার সময় নয়, বরং আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং মানবতার কল্যাণে কাজ করার একটি উত্তম সময়। ইফতার শেষে উপস্থিত মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় করেন এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর উন্নতির জন্য দোয়া করা হয়। স্থানীয়দের মতে, প্রতি বছরই এই এলাকায় ধর্মীয় ও সামাজিক চেতনাবোধ জাগ্রত রাখতে এমন আয়োজন করা হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। এই ইফতার মাহফিলের মাধ্যমে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে।

এই বিভাগের আরোও খবর

Logo