ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়া ডিগ্রি কলেজ ও সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।
১৫ই মে বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া ডিগ্রি কলেজ ও সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদল এ কর্মসূচি পালন করেছে। বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মাহাথির ও সাধারণ সম্পাদক প্রার্থী তারিকুল ইসলাম তামিমের নেতৃত্ব এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবির আহম্মেদ এর নেতৃত্ব উক্ত অবস্থান কর্মসূচি পালিত করা হয়।
উল্লেখ্যযে,শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।