যশোর-৩,সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ দক্ষিন বঙঙ্গের এমন একটি কলেজ, এ কলেজ থেকে অনেক জ্ঞানী গুনী ও গবেষকরা লেখাপড়া করে পাস করেছেন। যারা আজ দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।
সরকারি মাইকেল মধুসূদন কলেজে শনিবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধান শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে প্রান্তিক মানুষের প্রতিগুরুত্ব আরোপ করেন। আর তাদেরকে বিভিন্ন ভাতা দিয়ে সহায়তা করেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন। এসব উন্নয়নের মধ্যে দৃশ্যমান উন্নয়ন হলো পদ্মা সেতু নির্মান। এ সেতু নির্মানের ফলে যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক গতি আরো বেড়ে গেছে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি গুরুত্ব দেন শিক্ষার উপর কারন শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষা বিস্তারে নানা কার্যক্রম বাস্তবায়ন করেছেন।তিনি বলেন বিএনপি যখন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন তারা দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। বিশে^ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতকরে। ধর্মের দোহাই দিয়ে তারা দেশকে বিপদগামী পথে নেয়ার চেষ্টা চালায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর মদন কুমার সাহা, ছাত্রলীগ নেতা এনামুল হক ইমন, অহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।
এরপর আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন শেখ কামাল ছাত্রবাস, রানার আপ শহিদ হাসাদ হল, চ্যাম্পিয়ন খেলোয়াড় ছাত্রী তানিয়া খাতুন ও রানার আপ তাহিয়া খাতুনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মোট ১৫০ বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সংসদ সদস্য নাবিল আহমেদ কলেজের বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।
শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।