ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর দূবৃত্তদের হামলা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩০ অক্টোবর , ২০২৩ ১৬:৫৩ আপডেট: ৩০ অক্টোবর , ২০২৩ ১৬:৫৩ পিএম
ঢাকায় পেশাগত দায়িত্ব  পালনকালে সাংবাদিকের উপর দূবৃত্তদের হামলা
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর দূবৃত্তদের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিক নেতৃবৃন্দ। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যেগে প্রেসক্লাবের সামনে সোমবার সকালে সাড়ে ১১ টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর দূবৃত্তদের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে  সাংবাদিক নেতৃবৃন্দ। যশোর  সাংবাদিক  ইউনিয়নের উদ্যেগে প্রেসক্লাবের সামনে সোমবার সকালে সাড়ে ১১ টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিকরা কোন দলের নয়। তারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করে। তাই সাংবাদিকের হামলাকারীদের শাস্তির দাবী জানানো হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মনোতোষ বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আমিনুর রহমান  মামুন,  সাবেক  সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু,  সাবেক সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান মিলন, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক  জোটের সাবেক সভাপতি  হারুন অর রশীূদ যশোর সাংবাদিক ইউনিয়নের    সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুল,  সদস্য জয়ন্ত বসু সহনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রমুখ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। 

এই বিভাগের আরোও খবর

Logo