ডিমলার তিস্তা ব্যারেজ পয়েন্টে জাগো বাহে- তিস্তা বাছাই, আন্দোলনে লাখো মানুষের ঢল।

মোঃ জাহিদুল ইসলাম প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৪২ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৪২ পিএম
ডিমলার তিস্তা ব্যারেজ পয়েন্টে জাগো বাহে- তিস্তা বাছাই, আন্দোলনে লাখো মানুষের ঢল।
মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানি বঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এসব নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়।

মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানি বঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এসব নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা দেখছি, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পানি দিয়ে বাংলাদেশের অসংখ্য চড় অঞ্চলের ক্ষতি সাধন করছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে বিকেল ৫ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করছে তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ।
এর আগে ডালিয়া ব্যারেজ পয়েন্টে এসে আন্দোলনকারীদের সাথে একত্বতা  ঘোষণা করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন।এবং তিনি বলেন ভারত শুকনা মৌসুমে পানি না দিয়ে বন্যা মৌসুমী পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের ক্ষতি করে আসছে  দীর্ঘদিন যাবত।স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে শুকনা মৌসুমে এক ফোঁটা পানীয় বাংলাদেশকে দেয়া হয়নি। অসময় পানি ছেড়ে দিয়ে এদেশের কৃষকের হাজার হাজার কুটি টাকার ক্ষতি করে আসছেন।  জাগো বাহে-তিস্তা বাঁচাই, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে  মাঠে ছিল বিএনপি সহ বিএনপির সমোমনা দলগুলো । এ উপলক্ষ্যে নদীর তীরবর্তী। ডিমলার ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হ্যালিপোর্ট মাঠে গত সোমবার সকাল থেকে হাজার হাজার জনতা ও বিএনপি'র ও সমমনা দলের নেতৃবৃন্দ  সাধারণ জনতা সহ বিএনপি ও সমমনা দলের লাখো মানুষের  আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভার্চুয়ালি যোগদিয়ে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর। জাগো বাহে - তিস্তা বাছাই, আন্দোলন কর্মসূচি বুধবার সকাল ছটা পর্যন্ত চলে । গত কাল ১৮ ফেব্রুয়ারি রাতে দিনে  ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে, জনসমাবেশ সহ বিভিন্ন  কর্মসূচি পালন করে তারা। জাগো বাহে তিস্তা বাছাই স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং ডালিয়া তিস্তা ব্যারেজ সহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর সহ  ৫ জেলার এগারো পয়েন্টে নানা কর্মসূচি পালন করে তিস্তানদী পাড় বাসী। কর্মসূচির সাথে একত্মতা ঘোষণা করে এবং তাদের দাবি সমর্থন করে ৪৮ ঘন্টার কর্মসূচিতে আন্দোলনে অংশ নিয়ে অবস্থান করে  বিএনপি ও সমমনা দলগুলো । লালমনিরহাট জেলার জিয়া সেতুর পাশে সোমবার  ৪৮ ঘন্টার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  বিএনপি'র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন অনুষ্ঠানটি এলইডির মাধ্যমে ৫ জেলার সব পয়েন্টে একযোগে সম্প্রচার কর হয় । এ উপলক্ষে তিস্তা ব্যারেজ সংলগ্ন হ্যালিপোট মাঠে বিশাল মঞ্চ তৈরি করে বিভিন্ন রকম প্রচারণামূল অনুষ্ঠান করা হয়। হ্যাঁলিপোর্ট  মাঠের চারপাশে তাবু সাঁটিয়ে অবস্থান করে আন্দোলনকারীরা।  আন্দোলনের কর্মসূচি সমাবেশে যোগ দেয়া সমবেত লোকজনের উদ্দেশ্যে  বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদ বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, নাউতারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,  যুবদলের সদস্য সচিব আশিক-উল  ইসলাম লেমন,নীলফামার জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন সরকার প্রমূখ। সূত্র জানায়,গতকাল মঙ্গলবার রাত আট টায়  সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন,  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । আন্দোলনকারীদের সতেজ রাখার সংস্কৃতি মূলক অনুষ্ঠানের আয়োজন করে  বিভিন্ন রকম বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়। এর মধ্যে   ছিল, এনাটক,জারি গান, যাত্রাপালা,গম্ভীরা গান পরিবেশন এবং মাঝে মোাঝে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য সম্প্রচার করা হয় । অবস্থান কর্মসূচিতে তিস্তা ব্যারেজ সংলগ্ন  হ্যালিপোর্ট  এ শতাধিক তাবু  টাঙ্গিয়ে রাত অবস্থানের করে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া  বিএনপির নেতা কর্মীরা  । এ কর্মসূচির মাধ্যমে আগামী দিনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে  ভারতকে চাপে রাখতে কার্যকরী ও অগ্রণী  ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপি'র নেতাকর্মী ও আন্দোলনকারীরা  ।

এই বিভাগের আরোও খবর

Logo