ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ করা হয়

মোঃ শফিকুল ইসলাম দুলাল প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:২৪ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:২৪ পিএম
ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ করা হয়
এ সময় ২ শতাধিক অংশগ্রহনকারী নির্বাচিত ইম্প্যাক্ট প্লাস ও কাব শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে ইম্প্যাক্ট প্লাস শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ করা হয়। ৯ সেপ্টেম্বর শনিবার পৌর শহরের গোবিনন্দনগর এলাকায় ছাতা বিতরণ ও বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বিশেষ অতিথি পৌরসভার কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।

এ সময় ২ শতাধিক অংশগ্রহনকারী নির্বাচিত ইম্প্যাক্ট প্লাস ও কাব শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। সংস্থার কর্ম এলাকায় পর্যায়ক্রমে মোট ৮শ ছাতা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা, অংশগ্রহনকারী শিশু ও তাদের অভিভাবক, এলাকার নারী-পুরুষ এবং চাইল্ড ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo