মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৩ জুলাই , ২০২৪ ১৫:৩৪ আপডেট: ৩ জুলাই , ২০২৪ ১৫:৩৪ পিএম
মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
মঙ্গলবার (২ জুলাই) মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মস্তফাপুর এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করেছেন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. হাবিবুর রহমান, সুবাস চন্দ্র দাস প্রমুখ।

মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন। দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, অভিন্ন চাকরিবিধিসহ চাকরি স্থায়ীকরণ।

মঙ্গলবার (২ জুলাই) মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মস্তফাপুর এলাকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করেছেন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. হাবিবুর রহমান, সুবাস চন্দ্র দাস প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের কোন স্থান নাই। একই দেশে দুই আইন থাকতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo