গলাচিপায় মহিলা চোর আটক

মোঃ ইলিয়াস পালোয়ান প্রকাশিত: ৪ মার্চ , ২০২৪ ১৭:৪৮ আপডেট: ৪ মার্চ , ২০২৪ ১৭:৪৮ পিএম
গলাচিপায় মহিলা চোর আটক
আজ ভোর পাচঁটা নাগাদ গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড কবরাস্থান এলাকা মোঃ আব্দুল সেলিম এর গ‍‍্যারেজ থেকে একটি ব‍্যাটারি চালিত অটো রিক্সা ও একটি ব‍্যাটারি চুরি হয় এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পরলে ফুলখালি এলাকা থেকে চোর কে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে।

আজ ভোর পাচঁটা নাগাদ গলাচিপা পৌরসভার  ২নং ওয়ার্ড কবরাস্থান এলাকা  মোঃ আব্দুল সেলিম এর গ‍‍্যারেজ থেকে একটি ব‍্যাটারি চালিত অটো  রিক্সা  ও একটি ব‍্যাটারি চুরি  হয়  এ ঘটনা পুরো এলাকায়  ছড়িয়ে পরলে ফুলখালি এলাকা থেকে  চোর কে  স্থানীয়  লোকজন  হাতেনাতে আটক করে।

 ঘটনা  স্থলে উপস্থিত  হয়ে চোর এর কাছ থেকে জানা যায়, চোরের নাম মোসাঃ রোকসানা  বেগম (৩০)  চিকনিকান্দি ইউনিয়ানের সুতাবাড়িয়া ১ নং ওয়ার্ড  হাওলাদার বাড়ি মৃত আব্দুর  মজিদ মিয়ার মেয়ে। তিনি  বলেন,এটা তার জীবনের প্রথম চুরি এবং তাকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেন গ‍্যারেজ মালিক আব্দুল  সেলিমের   এক আত্মীয়। গ‍্যারেজ মালিক  চোরের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি সাধারণ  ডায়রি করে  চোরকে পুলিশের  হাতে সোপর্দ  করেন এবং তার বিরুদ্ধে  শাস্তি  প্র্রক্রিয়াধীন।

এই বিভাগের আরোও খবর

Logo