টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮শে মার্চ২০২৫) বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনের চতুর্থ তলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃকামরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক মোঃ ইবনে মাসুদ রানা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার পনেতৃবৃন্দ এবং মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যগন।