ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে ইউসিবি ব্যাংক

মোঃ আব্দুল মতিন সায়েদি প্রকাশিত: ১৫ জানুয়ারী , ২০২৪ ০৮:২৩ আপডেট: ১৫ জানুয়ারী , ২০২৪ ০৮:২৩ এএম
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে ইউসিবি ব্যাংক
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফারাবাড়ি, বড়দেশ্বরী, আউলিয়াপুর, সালন্দর, শিবগঞ্জ, শান্তিনগর, খোঁচাবাড়ি এলাকার শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সহ সভাপতি মো. মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মুসারুল হক, ইএসডিও’র ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার শামীম হোসেন, ইউসিবি ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা জাহিদ আনোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন।

 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফারাবাড়ি, বড়দেশ্বরী, আউলিয়াপুর, সালন্দর, শিবগঞ্জ, শান্তিনগর, খোঁচাবাড়ি এলাকার শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সহ সভাপতি মো. মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মুসারুল হক, ইএসডিও’র ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার শামীম হোসেন, ইউসিবি ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা জাহিদ আনোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। 

কম্বল পেয়ে মহাখুশি এই শীতার্ত মানুষরা। কম্বল নিতে আসা মনোয়ারা বেগম, ফাতেমা, শিল্পীসহ অনেকে বলেন, ঠাকুরগাঁওয়ে খুব শীত। শীতের কারণে রাতে ঠিকভাবে ঘুমাইতে পারি না। আমরা তো গরিব মানুষ বড়লোকদের মতো আমাদের লেপ তোষক নেই। একটা করে খেতা গায়ে দিয়ে রাতে ঘুমাতে হয় আমাদের। আজকে ইউসিবি ব্যাংক আমাদেরকে একটা করে কম্বল দিলো। এতে অন্তত একটু হলেও শীত কম লাগবে ও রাতে ঘুমাতে পারবো আমরা।
ইউসিবি ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ বলেন, সারা দেশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে । আমরা ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরোও খবর

Logo