আসছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে। পদ্মা সেতুর চালু হওয়ার পরপরই লঞ্চে যাত্রী সংখ্যা কমেছে বলে জানান লঞ্চের স্টাফ ও কর্মচারীরা।
পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংকটের শঙ্কায় থাকা রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিনাঞ্চলের লঞ্চগুলোতে যাত্রী থাকলেও ঈদযাত্রায় সেই পুরানো আমেজ। এরই ধারাবাহিকতায় দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর আবারো ঢাকা টু আমতলী নৌরুটে চালু হতে যাচ্ছে লঞ্চ সার্ভিস (এমভি ইয়াদ-৭, এমভি তরঙ্গ-৭ ও এমভি সুন্দরবন-৭)।
আমতলী উপজেলাবাসীরা বলছেন সারা বছর এ রুটে লঞ্চ সার্ভিস চালু রাখলে যাত্রী সাধারনের উপকার হবে। তাছাড়া সড়কপথে দুর্ঘটনা বেশি হওয়ায় যাত্রীরা নৌরুটে স্বছন্দবোধ করছে।তবে ঈদে ঢাকা টু আমতলী নৌরুটে লঞ্চের বিশেষ সার্ভিসের বিষয় এখানো কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।