টাঙ্গুয়ার হাওরে বিদেশি মদের বোতল হাতে বিজ্ঞাপন তৈরির ভিডিও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২ জুলাই , ২০২৫ ১৭:০৪ আপডেট: ২ জুলাই , ২০২৫ ১৭:০৪ পিএম
টাঙ্গুয়ার হাওরে বিদেশি মদের বোতল হাতে বিজ্ঞাপন তৈরির ভিডিও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর সম্প্রতি এক বিতর্কিত ভিডিওর কারণে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একজন মডেল টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের হাওরে নৌকায় বসে বিদেশি ব্র্যান্ডের মদের বোতল হাতে একটি বিজ্ঞাপনমূলক ভিডিও ধারণ করছেন।
ভিডিওটি সুন্দরী রুমি (Sundori Rumi) ফেসবুক আইডি থেকে প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই টাঙ্গুয়ার হাওরের মতো রাষ্ট্রীয় ও প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানকে এমন বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করাকে অনভিপ্রেত ও আপত্তিকর হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাওর রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা, পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় বাসিন্দা ও হাওরপাড়ের একজন শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, "টাঙ্গুয়ার হাওর আমাদের গর্ব। এখানে এমন অশালীন ও অপসংস্কৃতিমূলক কার্যক্রম কখনোই কাম্য নয়। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।"
অন্যদিকে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, এমন ভিডিও পর্যটনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে। অনেকে মনে করছেন, এই মডেল অভিনেত্রীর উচিত ছিল প্রকৃতি, পরিবেশ ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এনে বিজ্ঞাপনমূলক ভিডিও তৈরি করা।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, > “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এবং রামসার সাইট হিসেবে স্বীকৃত। এখানকার পরিবেশ রক্ষা এবং পর্যটন সংস্কৃতি সংরক্ষণে প্রশাসন ও স্থানীয়দের সচেতন ভূমিকা জরুরি।

এই বিভাগের আরোও খবর

Logo