জামালপুর জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে , ২০২৫ ১৬:১১ আপডেট: ১৪ মে , ২০২৫ ১৬:১১ পিএম
জামালপুর জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুরে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর ২শ ২২ জন  ছাত্র-ছাত্রীদের প্রায় সাড়ে ১২ লাখ টাকার উপবৃত্তি আত্মসাৎ করার অভিযোগ করে ছাত্র-ছাত্রীরা। এর প্রতিবাদে প্রায় ১ ঘন্টা শফি মিয়ার বাজার টু পাচরাস্তা রোড়ের  রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর কতৃপক্ষ বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। যদিও হ্যাক হওয়ার কোন আলামত দেখাতে পারে নাই তারা। 
সোমবার (১২মে) টাকা প্রাপ্তির দাবিতে এ আন্দোলন করে বিক্ষোভকারীরা।
জানা যায়, বিভিন্ন সেমিষ্টারের প্রায় ২২৯ জন শিক্ষার্থী জামালপুর বেসিক ব্যাংক শাখায় আলাদা আলাদা একাউন্টে ৫ হাজার টাকা করে উপবৃত্তি পেয়ে আসছে। তবে এসব ব্যাংক একাউন্ট জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর তত্বাবধানে ছিলো। চলমান সেমিস্টারে ওই ২শ ২৯ জন শিক্ষার্থী হতে ৭ জনের উপবৃত্তি উত্তোলনের জন্য স্লিপ দেয় কলেজ কতৃপক্ষ। বাকী ২শ ২২ জনের টাকা আসে নি বলে জানায়।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে কলেজ কতৃপক্ষ তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু আন্দোলন চলমান থাকায় পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের টাকা হ্যাক হয়েছে বলে জানান। 
শিক্ষার্থী মারুফ আনোয়ার জানান, সরকার আমাদের ৫ হাজার করে উপবৃত্তি দেয়। এবারও টাকা এসেছে। সব টাকা স্যারেরা তুলে নিয়েছে।
লিয়ন হাসান অভিযোগ করে বলেন, আমরা টাকার জন্য আসলে প্রথমে আমাদের টাকা ফেরত দিতে চাইছে। কিন্তু সময় চায়। পরে আমরা আন্দোলন করছি বিধায় এখন বলছে হ্যাক হয়েছে। 
এ বিষয়ে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী কোর্স সমন্বয়কারী খাইরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক  হওয়ার কারণে ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে বাকি ২২২ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে ।

এই বিভাগের আরোও খবর

Logo