জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নরসিংদীতে ৪ লাখ শিশুকে দেওয়া হবে ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১১:৩৩ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১১:৩৩ এএম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নরসিংদীতে ৪ লাখ শিশুকে দেওয়া হবে ক্যাপসুল
নরসিংদীতে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে

নরসিংদীতে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার ১,৭৬৮টি কেন্দ্রে প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।    বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম।  সিভিল সার্জন জানান, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।    তিনি আরও বলেন, "প্রতি ৬ মাস পর এই ক্যাম্পেইন হলেও, গতবারের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে এবার এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"  শিশুর সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।    সিভিল সার্জন কার্যালয় সকল অভিভাবককে ১৫ মার্চ নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে এসে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo