জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ মে , ২০২৫ ১১:২৬ আপডেট: ১৭ মে , ২০২৫ ১১:২৬ এএম
জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতির উদ্যোগে হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ বর্ণাঢ্য শুভ উদ্বোধন হয়েছে আজ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ড. শহীদুল্লাহ একাডেমি'র প্রাক্তন সভাপতি আবদুল মাবুদ তালুকদার।
জাগৃতি সভাপতি মো: ওসমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জাগৃতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ, রেজাউল আমিন বাবুল,নিজাম উদ্দীন চৌধুরী, সোহরাওয়ার্দী চৌধুরী, জাফরুল আলম চৌধুরী, আসলাম মোরশেদ, লোকমান চৌধুরী, ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, এসএম সাইদুর রহমান,সিরাজ উদ দৌলা মেহেদী, মোহাম্মদ কফিল উদ্দিন মুন্না, সাবেক আহ্বায়ক ফিরোজ মন্টু, টীম মেন্টর মাহবুব মোরশেদ, রেজাউল আকবর জসিম, মো: সেলিম চৌধুরী মানিক, রেজাউল করিম বাবু, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মো : সেলিম উদ্দিন, টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ইসমাইল জসিম, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো: ওসমান গণি, জাগরণের আহ্বায়ক আইয়ুব পাভেল, কার্যকরী সংসদ ২০২৫- ২৬ এর সদস্যবৃন্দ,টুর্ণামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দলের খেলোয়াড় হিসেবে ২৫০ এর অধিক জাগৃতির প্রবীণ - নবীন সদস্যবৃন্দ। প্রথম রাউন্ডের খেলা শেষে আগামীকাল শুক্রবার বেলা ২:৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দীপক দাশ - মোস্তফা কামাল একাদশ ও মনির - রেজাউল একাদশ আগামী পরশু শনিবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শোয়েব -ইফতেখার একাদশ ও নাসির - সোহরাওয়ার্দী একাদশ।

এই বিভাগের আরোও খবর

Logo