আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের একটি বাংলাদেশি জাহাজ জলদস্যুর কবলে পড়ে। জাহাজটিতে থাকা ২৩ নাবিককে জিম্মি করে রেখেছে দস্যুরা। বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা দিয়েছেন জিম্মিরা।
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের একটি বাংলাদেশি জাহাজ জলদস্যুর কবলে পড়ে। জাহাজটিতে থাকা ২৩ নাবিককে জিম্মি করে রেখেছে দস্যুরা। বাঁচার আকুতি জানিয়ে অডিও বার্তা দিয়েছেন জিম্মিরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর ১০০ জনের মতো জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
সেই ২৩ নাবিকের একজনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে।পরিবার ও এলাকাবাসী জানায়, রাখালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডস্থ বিনন বেপারি বাড়ির ৩ ভাই ১ বোনের সংসারের সবচেয়ে ছোট ছেলে মো. আইয়ুব খাঁন। বাবার স্বপ্ন পুরনে বিগত বছর খানেক আগে জাহাজে চাকুরিতে যোগদান করেন। তারই ধারাবাহিকতায় চলতে থাকে তার চাকুরী জীবন। গেল ৩ মাস আগে বাড়ি থেকে ছুটি কাটিয়ে পূণরায় কর্মস্থলে ফিরে যান তিনি। এদিকে গেল মাস খানেক আগে তার বাবাও মৃত্যুবরণ করেন।
একদিকে তার বাবার মৃত্যু অপরদিকে তার এমন দুঃসংবাদে তার মা, বৃদ্ধা দাদী, বোন ও ভাবী তার চিন্তায় ভেঙ্গে পড়েছেন।পরিবারের পক্ষ থেকে মো. আইয়ুব খাঁনের বড় ভাবী নাসরিন খাঁন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানিয়ে আইয়ুব খাঁনসহ ২৩ জন নাবিককে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান।