র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়,গত ৮ জুন রাত আনুমানিক ২ টা হতে ৩ টার মধ্যবর্তী সময়ে ৩ /৪ জনের সঙ্গবদ্ধ চক্র ছুরি ও দেশীয় অস্ত্র - সস্ত্র হাতে খাঁন এগ্রো ফার্মে প্রবেশ করে, কর্মচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ টি শাহীওয়াল জাতের গরু ট্রাক যোগে চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে খাঁন এগ্রো ফার্মের মালিক দাউদ খাঁন ফেনী জেলার দাগনভূঞা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। র্যাব-৭, চট্টগ্রাম।বর্ণিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামি সোলাইমান ও তার সহযোগী জামাল হোসেন ওরফে মানিক চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গতকাল ১২ জুন বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামি ১। সোলাইমান @ সলোমান (৫২),২। জামাল হোসেন ওরফে মানিক (৪১), আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার সাথে জড়িত পলাতক আসামি এবং মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল মর্মে স্বীকার করে।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে আরো জানা যায়,মামলার মুল আসামি সোলাইমানের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১১টি মামলার ও আসামি জামাল হোসেন ওরফে মানিক এর বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলার রয়েছে।র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়,গত ৮ জুন রাত আনুমানিক ২ টা হতে ৩ টার মধ্যবর্তী সময়ে ৩ /৪ জনের সঙ্গবদ্ধ চক্র ছুরি ও দেশীয় অস্ত্র - সস্ত্র হাতে খাঁন এগ্রো ফার্মে প্রবেশ করে, কর্মচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ টি শাহীওয়াল জাতের গরু ট্রাক যোগে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে খাঁন এগ্রো ফার্মের মালিক দাউদ খাঁন ফেনী জেলার দাগনভূঞা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। র্যাব-৭, চট্টগ্রাম।
বর্ণিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামি সোলাইমান ও তার সহযোগী জামাল হোসেন ওরফে মানিক চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গতকাল ১২ জুন বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামি ১। সোলাইমান @ সলোমান (৫২),২। জামাল হোসেন ওরফে মানিক (৪১), আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার সাথে জড়িত পলাতক আসামি এবং মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল মর্মে স্বীকার করে।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে আরো জানা যায়,মামলার মুল আসামি সোলাইমানের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১১টি মামলার ও আসামি জামাল হোসেন ওরফে মানিক এর বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলার রয়েছে।