আমেরিকা প্রবাসী ওমর আলী"র পক্ষ থেকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৫ ১৪:৪৯ আপডেট: ১২ আগস্ট , ২০২৫ ১৪:৪৯ পিএম
আমেরিকা প্রবাসী ওমর আলী"র পক্ষ থেকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

নোয়াখালীর দুইটি উপজেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
আমেরিকা প্রবাসী ওমর আলীর উদ্যোগে 
সোমবার(১১ আগস্ট) দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করা হয়। 
প্রিমিয়ার কম্পিউটার সেন্টার এর পরিচালক গিয়াস উদ্দিন রুবেল  সন্ঞ্চালনায় ফ্রিল্যান্সিং কোর্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্যোক্তা আমেরিকা প্রবাসী ওমর আলী রাজ। ফ্রিল্যান্সিং কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  তানভীর ফরহাদ শামীম,বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতে'র আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
বক্তারা বলেন, এই ধরনের কোর্স স্থানীয় জনগণের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বাড়াতেও সাহায্য করে, যা তাদের আধুনিক বিশ্বে নিজেদের প্রাসঙ্গিক রাখতে সহায়ক।উদ্যোক্তা আমেরিকা প্রবাসী ওমর আলী বলেন, 
কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের প্রধান উদ্দেশ্য হল, স্থানীয় তরুণ- তরুণীদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্ম- কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে তারা তাদের নিজেদের শহর বা এলাকায় বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

এই বিভাগের আরোও খবর

Logo