চুর আতঙ্কে নকলা উপজেলাবাসী! এবার ঔষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৫৯ আপডেট: ৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৫৯ পিএম
চুর আতঙ্কে নকলা উপজেলাবাসী! এবার ঔষুধের দোকানে দুর্ধর্ষ চুরি
কবির মেডিকেল হলের মালিক ঔষুধ ব্যবসায়ী পারভেজ কবির সুমন জানান, এ ঘটনায় তার দোকান থেকে ১৫ লাখ থেকে ১৭ লাখ টাকার ঔষুধ নিয়ে চুরি হয়েছে। এছাড়া ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা নিয়েগেছে চুরেরা; তছনছ করেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। এবিষয়ে পারভেজ কবির সুমন নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

শেরপুরের নকলায় চুর আতঙ্ক বিরাজ করছে। প্রায় রাতেই কোন না কোন এলাকায় চুরের ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-শেরপুর মহাসড়ক সংলগ্ন কবির মেডিকেল হলের কেচি গেইটের (গ্রীলের) ও দোকান ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

কবির মেডিকেল হলের মালিক ঔষুধ ব্যবসায়ী পারভেজ কবির সুমন জানান, এ ঘটনায় তার দোকান থেকে ১৫ লাখ থেকে ১৭ লাখ টাকার ঔষুধ নিয়ে চুরি হয়েছে। এছাড়া ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা নিয়েগেছে চুরেরা; তছনছ করেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। এবিষয়ে পারভেজ কবির সুমন নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, সদস্য রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়া থানার পুলশ ও ডিএসবিসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিভিন্ন তথ্য মতে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আধারে গরু, ছাগল চুরিকরাসহ বৈদ্যুতিক মটরের মতো গুরুত্বপূর্ণ কৃষি যন্ত্রপাতি চুরি হচ্ছে। একের পর চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সর্বমহলে। এমতাবস্থায় প্রশাসন ও পুলিশ বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন উপজেলাবাসী।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, চুরির ঘটনার বিষয়ে যে কোন তথ্য পেলে ও কোন অভিযোগ বা সাধারণ ডায়রী হলে চুরচক্রকে আটকসহ মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় এবং হচ্ছে। নকলা থানার পুলিশ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। দেশের অন্যান্য জেলা উপজেলার চেয়ে নকলায় অধিক শান্তি বিরাজ করছে। এটাই প্রমান করে যে, নকলার শান্তিরক্ষা বাহিনী যথাযথ ভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo