চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন

সোহেল রানা প্রকাশিত: ১৩ জানুয়ারী , ২০২৫ ১৩:৫৪ আপডেট: ১৩ জানুয়ারী , ২০২৫ ১৩:৫৪ পিএম
চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারেও কুমিল্লার চান্দিনা মাতৃভূমি স্কুল এন্ড কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্ৰহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

 প্রতি বছরের ন্যায় এবারেও কুমিল্লার চান্দিনা মাতৃভূমি স্কুল এন্ড কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্ৰহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে অতিথিবৃন্দের নিয়ে ওই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাতৃভূমি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা মোঃ আখতার হোসাইন। প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকী এবং ভাইস প্রিন্সিপাল মোঃ মোতালিব হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আখতার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক শিক্ষা অফিসার এ.বি.এম সলিমুল্লাহ। বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল আল মামুন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন গার্লস শাখার প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিন, মাতৃভূমি মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ জাহাঙ্গীর আলম, রূপনগর শাখার প্রিন্সিপাল মোঃ জহিরুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার ও হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পক্ষ এবং বিপক্ষ দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও অতিথিবৃন্দ। ২০২৫ সালের এবারের প্রতিযোগিতায় রয়েছে বেলুন ফুটানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, দড়ি লাফ, মোরগ যুদ্ধ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ভলিবল সহ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

এই বিভাগের আরোও খবর

Logo