দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন: গাজীপুরের সাংবাদিক হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৫ ১৩:৫২ আপডেট: ১২ আগস্ট , ২০২৫ ১৩:৫২ পিএম
দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন: গাজীপুরের সাংবাদিক হত্যার বিচার দাবি

 দেশব্যাপী ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন এবং সর্বশেষ গাজীপুরে দৈনিক স্থানীয় পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজশাহীর তানোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বিজেএসএস) তানোর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তানোরসহ আশপাশ এলাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং জনস্বার্থে নিরলসভাবে কাজ করেন। তারা জনগণের কাছে সত্য ও তথ্য পৌঁছে দিতে জীবন বাজি রেখে মাঠে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও মুক্তচিন্তার জন্য বড় হুমকি।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বরোচিত আঘাত। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন—
বকুল হোসেন, সভাপতি, তানোর উপজেলা প্রেসক্লাব আব্দুস সবুর, সভাপতি, মডেল প্রেসক্লাব,টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক, তানোর প্রেসক্লাব,হামিদুর রহমান, সহ-সভাপতি, তানোর উপজেলা প্রেসক্লাব
ফারুক হোসেন, সদস্য , তানোর উপজেলা প্রেসক্লাব
এছাড়াও তানোরের কর্মরত সাংবাদিক পাপ্পু, নয়নসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যার বিচার বিলম্বিত হলে তা অন্য অপরাধীদের উৎসাহিত করবে। এজন্য আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগ জরুরি। তারা ঘোষণা দেন, দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।কর্মসূচিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা নয়—এটি গোটা জাতি, রাষ্ট্র ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের “চোখ ও কান” হিসেবে কাজ করেন। তারা সত্য উদঘাটন, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি—ফাঁসি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ জরুরি। উল্লেখ্য, গাজীপুরে দৈনিক স্থানীয় পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সম্প্রতি নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা দেশে ও বিদেশে সাংবাদিক সমাজে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে সাংবাদিক সংগঠনগুলো নানামুখী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে, যার অংশ হিসেবে তানোরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo