চাটখিলে বাংলা নববর্ষ উদযাপিত

মোঃ হানিফ প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৪ ১২:২৭ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৪ ১২:২৭ পিএম
চাটখিলে বাংলা নববর্ষ উদযাপিত
চাটখিলে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার (০১ লা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

চাটখিলে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার (০১ লা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করে নেয়।

এই বিভাগের আরোও খবর

Logo