আদমদীঘিতে শাবল দিয়ে প্রবাসীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

মোহাম্মদ এরশাদ আলী প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৯:৫২ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৯:৫২ এএম
আদমদীঘিতে শাবল দিয়ে প্রবাসীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে ফসলি জমিতে ধানের রোপনকৃত চারা নষ্ট করতে বাঁধা দেওয়ার ঘটনায় আব্দুস সোবহান মান্নান নামের এক প্রবাসীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে আহত মান্নানের ভাই জাকিরুল বাদী হয়ে ৬-৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বগুড়ার আদমদীঘিতে ফসলি জমিতে ধানের রোপনকৃত চারা নষ্ট করতে বাঁধা দেওয়ার ঘটনায় আব্দুস সোবহান মান্নান নামের এক প্রবাসীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে আহত মান্নানের ভাই জাকিরুল বাদী হয়ে ৬-৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনাটি উপজেলার বিহিগ্রাম মধ্যপাড়ায় ঘটে।অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রামের গাড়োহালি মৌজায় ২১ শতক জায়গা কিনে হযরত আলীর ছেলে জাকিরুল ও আব্দুস সোবহান মান্নান চাষাবাদ করে আসছিলেন। প্রতি বছরের মতো চলতি মৌসুমে ওই জমিতে তারা ইরি বোর ধান রোপন করেন। রবিবার সকাল ১০টায় ওই জমিতে পার্শ্ববর্তী বেজার গ্রামের কাবিল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলামসহ ৬-৭জন ব্যক্তি রোপনকৃত ধানের চারা পাওয়ার টিলার দিয়ে নষ্ট করতে শুরু করেন। এ সময় মান্নান ঘটনাস্থ লে গিয়ে ধান নষ্ট করতে নিষেধ করলে প্রতিপক্ষ তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে এলোপাথরী ভাবে মারপিট করে হাত ভেঙে দেন। ¯’ানিয়রা তাকে আহত অব¯’ায় উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপুরে তার ভাই জাকিরুল ইসলাম বাদী হয়ে উপজেলার বেজার গ্রামের কাবিল উদ্দিনের ছেলে সাজেদুল (৫২), সাইফুল (৫৫) ও তার ছেলে শামীমের (৩২) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যব¯’া নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo