গতকাল শুক্রবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রেট ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি
গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন শরীফ উল্যাহ সবুজ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন রিয়াদ।
গতকাল শুক্রবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রেট ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি
গঠন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন শরীফ উল্যাহ সবুজ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন রিয়াদ।
আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং চরদরবেশ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, এই ছাড়াও ক্লাবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মো:কামাল উদ্দিন, মো: শাহীন,মো:গিয়াস উদ্দিন,মৌলবী মো:ইদ্রিস মিয়া। আব্দুর রহমান ভুলুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন : মো: শহীদুল ইসলাম শহীদ, মো: কামাল উদ্দিন, মো: জাফর উদ্দীন, রফিকুল ইসলাম রফিক, জিয়াউর রহমান অর্নব, মো: আবু সফিয়ান,নুর আলম রুবেলসহ ক্লাবের প্রক্তন ও বর্তমান সদস্যবৃন্দ। ২০০৪ সালে অরাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠন হিসেবে গ্রেট ফ্রেন্ডস ক্লাব যাত্রা শুরু করে।
দীর্ঘ এই পথচলায় সমাজের গুরুত্বপূর্ণ কাজের অংশীদার ছিলেন এই ক্লাবটি। সামনের দিনেও এলাকায় সামাজিক কাজে গ্রেট ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটির সর্বোচ্চ অংশগ্রহণ থাকবে বলে অতিথিরা আশাব্যক্ত করেন।