চাটখিলে ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায়

মোঃ হানিফ প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৪ ০৭:৫৯ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৪ ০৭:৫৯ এএম
চাটখিলে ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায়
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি ব্যবসায়ী মো: হারুনুর রশিদের ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মাটি ব্যবসায়ী মো: হারুনুর রশিদের ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার বিধান মতে এই দন্ডাদেশ প্রদান করেন।
 
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানা পুলিশের একটি টিম ।

এই বিভাগের আরোও খবর

Logo