অভয়নগরের ভাটপাড়া জগন্নাথ ধামে রথযাত্রা মেলা অনুষ্ঠিতঃ টি এস আয়ুবের পরিদর্শন

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২৮ জুন , ২০২৫ ১৬:৪৭ আপডেট: ২৮ জুন , ২০২৫ ১৬:৪৭ পিএম
অভয়নগরের ভাটপাড়া জগন্নাথ ধামে রথযাত্রা মেলা অনুষ্ঠিতঃ টি এস আয়ুবের পরিদর্শন

যশোরের অভয়নগর উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের ৫ শ' বছরের পুরাতন ঐতিহ্যবাহী ভাটপাড়া  শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দিরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রা মেলা অনুষ্ঠিত হয়েছে। কোনোরূপ দুর্ঘটনা ছাড়াই এ রথযাত্রা মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রা মেলায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা  ও উপজেলা  থেকে সনাতন ধর্মের নারী-পুরুষ তাদের প্রিয় ধর্মীয় উৎসব পালনের জন্য আগমন করেন। শুধু সনাতন ধর্মের নয় অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও ব্যাপক সমাগম ঘটে। এবারের আবহাওয়া ভালো থাকায় ব্যাপক লোকসমাগ হয়েছে বলে রথের মেলায় আগত দর্শনার্থীরা জানান।
এ বিষয়ে  ৬ নং বাঘুটিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, সাড়ে পাঁচশ বছরের ঐতিহ্যবাহী রথ ধর্ম বর্ণ সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে একটা মিলন মেলা হয় যেটা কিনা আমার ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যায়। আত্মীয়-স্বজন বিশেষ করে জামাইরা  এই রথ উপলক্ষে আসে একটা খুশির ইমেজ সৃষ্টি হয়। রথের মেলাটাকে আমি আরো দীর্ঘায়িত করে এই নয়টা দিন যাতে রাতের বেলাও বহমান থাকে এরকম উদ্যোগ নিয়েছি এবং এলাকাবাসীর সবাই সুন্দর এবং সবার সাথে একটা সামাজিক সম্প্রীতি একটা বন্ধন সৃষ্টি হয় এই জন্যই এই শ্রী শ্রী জগন্নাথের এই রথ এত ঐতিহ্যবাহী।
সনাতন ধর্মের রথযাত্রা মেলা পরিদর্শন করতে আসেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার টিএস আইয়ুব। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি  মাহমুদুল হাসান লিপু, সহসভাপতি পীরজাদা মোহাম্মদ জুবায়ের হোসেন, অভয়নগর থানা বিএনপি'র যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ৮ নং সিদ্দি পাসা আট নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,
প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক মান্নু, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির  সভাপতি মুন্সি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইকরাম  বিশ্বাস, শুভরাড়া  ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কামাল হোসেন ফারাজী, অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা , নোয়াপাড়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন সোহাগ সহ অভয়নগর থানা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রথযাত্রা মেলা সম্পন্ন হওয়ায় সকল দর্শনার্থী, পুলিশ প্রশাসন,বাস্তবায়ন কমিটি ও সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়েছেন মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দাস,পুজা পরিষদের সভাপতি মিলন কুমার দাস,জগন্নাথ আশ্রয় অধ্যক্ষ বাবু রবীন্দ্রনাথ গোস্বামী।
আগামী ৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মেলা। 

এই বিভাগের আরোও খবর

Logo