চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার যাত্রী সেজে ছিনতাই করার সময় ছুরিকাঘাতে ছিনতাইকারি দলের একজন আহত হয়েছে। অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার যাত্রী সেজে ছিনতাই করার সময় ছুরিকাঘাতে ছিনতাইকারি দলের একজন আহত হয়েছে। অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চতুরা এলাকায় রোববার (২৬ জানুয়ারি ২০২৫) রাতে এ ঘটনা ঘটে।। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন একই উপজেলার গাব্দেরগাঁও বৈশেরদিঘির পাড় এলাকার জাহিদ হোসেন (২২) ও আহত ব্যক্তি হলেন ছিনতাইকারী চক্রের সদস্য পশ্চিম বড়ালী এলাকার হাসানের ছেলে সোহান (১৮)। ছিনতায়ের ঘটনার শিকার অটোরিকশা চালক একই উপজেলার উত্তর হাঁসা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে আমির হোসেন জানান, রাত ৯ টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা দুইজন আমার অটোরিকশাতে উঠে কালির বাজার যায়। সেখানে তাদের কাছ থেকে আমি ভাড়ার টাকা চাইলে বলেন, ভাড়ার টাকা বাড়িয়ে দিব, এই বলে আমাকে তারা রেখে দেয়। পরবর্তিতে রাতেই তারা আমাকে গাব্দেরগাঁও এলাকায় নিয়ে গলায় অস্ত্র ধরে আমার মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি বাঁধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়,ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন নিজের ছুরিতে নিজে আহত হয়। আমার ডাকচিৎকারে স্থানীয়রা আসলে অপরজন পালিয়ে যায়। পরে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা যায়, জাহিদ ও সোহানদের একটি চক্র দীর্ঘদিন ধরে তারা মাদক-ইভটিজিং, চুরি-ছিনতায়সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অটোরিশা চালক নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ছিনতায়কারী চক্রের সদস্য সোহান নামে একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। জাহিদ নামে আরেকজনকে আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।