গৌরীপুর পৌর শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই , ২০২৫ ১৭:২৩ আপডেট: ২৬ জুলাই , ২০২৫ ১৭:২৩ পিএম
গৌরীপুর পৌর শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার মূল রাস্তার দুপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে থেকে রাত পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। অভিযানে সহযোগিতা করেছেন গৌরীপুর পৌর প্রশাসন, গৌরীপুর থানার পুলিশ ও গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানসূত্রে জানা গেছে, প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেউরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)র আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যায়ে প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িদের আয়বর্ধন, বিভিন্ন প্রাণিজ ও কৃষিজ পণ্যের প্রক্রিয়াজাত ও বিপননের জন্য একটি আধুনিক সেড নির্মাণ করা হয়েছে। অথচ সবজি ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা এই সেডে না গিয়ে রাস্তার দুপাশে বাজারে খোলা জায়গায় অবৈধভাবে চালা তুলে ব্যবসা করছিল। এতে করে শহরের মূল রাস্তায় সবসময় জানজট লেগে থাকতো। পৌরসভাসূত্রে জানা গেছে, তাদেরকে ১৫ দিন পূর্বে লিখিত নোটিশ ও মাইকিং করা হলেও তারা খোলা বাজার থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের বিষয়ে গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার বলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি আধুনিক সেড নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করেছে। পৌরসভার বাজারগুলো ওইখানেই হবে। আমাদের এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটি একটি এক গলির বাজার। যারা রাস্তার পাশে ছোট টং দোকান করেন আমরা তাদেরকে নোটিশ করেছিলাম ও মাইকিং করেছিলাম যাতে তারা এই রাস্তার পাশ থেকে সেডে চলে যান। আমরা নোটিশ করার দুই সপ্তাহ পার হয়েছে এখন পর্যন্ত উনারা যাননি। উনাদের সঙ্গে মিটিংও করেছি। আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনা আছে তাহলে কেন আমরা আমাদের সম্পদের ব্যবহারটা করবো না। তারা যেহেতু যাননি সেইজন্য আজকের এই অভিযানের মাধ্যমে তারা যাতে সেখানে চলে যায় সেই ব্যবস্থা করা হলো। আমাদের যে সেড আছে উনাদেরকে সেইখানে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

এই বিভাগের আরোও খবর

Logo