সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নানান কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।কর্মসূচিগুলো হলো জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়।উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লীমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ।সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা দীরেশ চন্দ্র সরকার, গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, সমবায়ী মোঃ মাজহারুল আনোয়ার ফেরদৌস, মোহাম্মদ হারুন অর রশিদ, শিরিনা আক্তার, কামরুন্নাহার বেগম প্রমুখ।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে চড়কোণা মহিলা উন্নয়ন সমবায় সমিতি লি., শ্যামলি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি., রামগোপালপুর মধুবন আদর্শ গ্রাম ভ‚মিহীন সমবায় সমিতি লি., রামগোপালপুর বাসস্ট্যান্ড অটোরিক্সা মলিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি., পূর্ব ভালুকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., সিধলা একতা মৎস্যজীবী সমবায় সমিতি লি., রাজগৌরীপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.।