শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি 'এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি 'এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০জানুয়ারি-২০২৪) বেলা ১১টায় থানা ক্যাম্পাসে বীরগঞ্জ থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল মাসুম ,অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন। বীরগঞ্জ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বীরগঞ্জ উপজেলাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি।
এছাড়াও যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার এসআই শাহজাহান সিরাজ। এ সময় বীরগঞ্জ থানার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ১০৮ জন গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিমকে সংবর্ধনা প্রদান করা হয়।