কাঠালিয়ায় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপনকে মারধর

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২ জুলাই , ২০২৫ ১৬:২৪ আপডেট: ২ জুলাই , ২০২৫ ১৬:২৪ পিএম
কাঠালিয়ায় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদ হোসেন রিপনকে মারধর

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ হোসেন রিপনকে মারধরের অভিযোগ উঠেছে। 
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদে গেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাকে মারধর করে এবং সেখান থেকে কচুয়া বাজারে নিয়ে যায়। অভিযুক্তরা বিএনপির নেতাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার সময় ইউপি সদস্য মো. মোস্তফা কামালকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা চেয়ারম্যান রিপনকে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দিলে তিনি সেখান থেকে আত্মগোপনে চলে যান।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শৌলজালিয়া ইউনিয়নের বহিষ্কৃত বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমের সঙ্গে চেয়ারম্যান রিপনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, শামসুল আলমের নেতৃত্বে ৪০-৫০ জন বিএনপির কর্মী এ হামলা চালায়। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দল এবং চেয়ারম্যানের আওয়ামী লীগপন্থী অবস্থানের কারণেই এ হামলা হয়েছে।
ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আরও জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক হন এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় সেখানে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন। তবে শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রথমদিকে পলাতক থাকলেও পরে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় পুনরায় দায়িত্ব পালন শুরু করেন। এতে ওই ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।

এই বিভাগের আরোও খবর

Logo