রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চার আসামিকে করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার হওয়া আসামির সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—গোয়ালন্দ উপজেলার সাইফুল ইসলাম শুভ, সাগর ফকির, বিল্লু এবং ফরিদপুর জেলার ফেরদৌস সরদার।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। এ সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং একজন নিহত হন।
ঘটনার পর শুক্রবার দিবাগত রাতেই গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।