যশোর জেলা বাল্য বিবাহ দেবেন না বলে ঘোষনা দিলেন কাজীরা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১২ মার্চ , ২০২৪ ১০:৪২ আপডেট: ১২ মার্চ , ২০২৪ ১০:৪২ এএম
যশোর জেলা বাল্য বিবাহ দেবেন না বলে ঘোষনা দিলেন কাজীরা
যশোর জেলা বাল্য বিবাহ দেবেন না বলে ঘোষনা দিলেন কাজীরা। যশোর জেলা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার পিটিআইয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাল্যবিবাহ নিরোধে বিবাহ রেজিস্ট্রারদের করনীয় বিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তারা। তারা বলেন আমরা আর বাল্য বিবাহ দিয়ে সমাজের ক্ষতি করবো না। প্রাপ্য বয়স হলে বিবাহ দেবো।

যশোর জেলা বাল্য বিবাহ দেবেন না বলে ঘোষনা দিলেন কাজীরা। যশোর জেলা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার পিটিআইয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাল্যবিবাহ নিরোধে বিবাহ রেজিস্ট্রারদের করনীয় বিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তারা। তারা বলেন আমরা আর বাল্য বিবাহ দিয়ে সমাজের ক্ষতি করবো না। প্রাপ্য বয়স হলে বিবাহ দেবো।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান বলেন, সমাজের বাল্যবিবাহ দেয়ার কারনে অনেক ক্ষতি হয়। তারা আরো বলেন বাল্য বিবাহ দিলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তারা সন্তান জন্ম দিতে গেলে স্বা¯’্য ঝুঁকি পড়ে । সেই সাথে পুষ্ঠিহীন সন্তান জন্ম দেয়ায় সমাজের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। কারন এসব সন্তানরা সমাজের নানা অপরাধমূরক কর্মকান্ড সংঘটিত করে। তাই ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছরের নিচে বিবাহ না দেয়ার জন্য কাজীদের প্রতি আহবান জানান তিনি। আর বিবাহ দিলে অবশ্যই রেজিস্টার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অ্যাপন বেলাল হোসাইন, পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী, জেলা মহিলা বিষয়ক অধিপপ্তরের উপপরিচালক আনিছুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্ব্ েবক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঝিকরগাছা কাজী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, শার্শা কাজী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মনিরামপুর কাজী সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, অভয়নগর কাজী সমিতির সদস্য আশরাফ হোসেন প্রমুখ।

এর আগে কয়েকবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বাল্যবিবাহ প্রতিরোধ করনীয় বিষয়ে আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় এ সভা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরোও খবর

Logo