গাঁজাসহ এক নারীকে আটক করেছে বাকৃবি নিরাপত্তা শাখা

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ১ জুলাই , ২০২৪ ১৩:২২ আপডেট: ১ জুলাই , ২০২৪ ১৩:২২ পিএম
গাঁজাসহ এক নারীকে আটক করেছে বাকৃবি নিরাপত্তা শাখা
বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো নজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, আটককৃত ওই নারীর নাম মোছা শিউলি আক্তার। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসিন্দা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলামের উপস্থিতে নিরাপত্তা শাখা থেকে আটককৃত নারীকে গাঁজাসহ কোতোয়ালি থানায় সোদর্প করা হয়।প্রক্টর জানান, গাঁজাসহ আটককৃত মহিলাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। প্রায় ৬ কেজি গাঁজা পাওয়া গিয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখা এবং বিশ্ববিদ্যালয় পুলিশের তৎপরতায় প্রায় ৬ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।রবিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রহ্মপুত্র নদের পাড় সংলগ্ন বৈশাখী চত্বর থেকে স্যুটকেসসহ ওই নারীকে আটক করা হয়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় এনে স্যুটকেসটি তল্লাশি করে প্রায় ৬ কেজি গাঁজার চারটি ব্যাগ পাওয়া যায়।

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো নজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, আটককৃত ওই নারীর নাম মোছা শিউলি আক্তার। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসিন্দা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলামের উপস্থিতে নিরাপত্তা শাখা থেকে আটককৃত নারীকে গাঁজাসহ কোতোয়ালি থানায় সোদর্প করা হয়।প্রক্টর জানান, গাঁজাসহ আটককৃত মহিলাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। প্রায় ৬ কেজি গাঁজা পাওয়া গিয়েছে।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো নজমুল ইসলাম বলেন, বিকেল ৬টায় জানতে পারি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে একজন মহিলা স্যুটকেসসহ বসে ছিল। নিরাপত্তা জোন-১ এর নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের পুলিশদের অবহিত করলে সন্দেহভাজন নারীকে নিরাপত্তা শাখায় নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ও প্রক্টরের উপস্থিতিতে স্যুটকেস খোলা হলে ভিতরে চারটি ব্যাগে প্রায় ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

এই বিভাগের আরোও খবর

Logo