বোরহানউদ্দিনে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৫ মার্চ , ২০২৫ ১৪:৫০ আপডেট: ৫ মার্চ , ২০২৫ ১৪:৫০ পিএম
বোরহানউদ্দিনে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন,এএসআই কামরুলের অবস্থা গুরুতর। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একদল পুলিশ কালিরহাট বাজারে অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ আকবর (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় আকবরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে হামলা চালায় স্থানীয় প্রভাবশালী,০৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর ও তার সহযোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর (৪৫), তার ভাই ফকরুল (৩৫) ও বাবু (২২)—তিনজনই নসু হাওলাদারের ছেলে—রট ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। আহতদের মধ্যে এএসআই কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, পুলিশের ওপর হামলা এবং মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এদিকে স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আলমগীর দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালিরহাট বাজারকেন্দ্রিক মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন, যাতে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo