গত বৃহস্পতিবার বগুড়ায় জাসদ অফিস ভাংচুরের পর দখলের চেষ্টা, পুলিশের বাধা।

মো: আমিনুল হক প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৯ আপডেট: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৯ পিএম
গত বৃহস্পতিবার বগুড়ায় জাসদ অফিস ভাংচুরের পর দখলের চেষ্টা, পুলিশের বাধা।
গত বৃহস্পতিবার বগুড়ায় জাসদ অফিস ভাংচুরের পর আজ শনিবার বিকেলে শহরের প্রান কেন্দ্র সাতমাথায় জাসদ অফিসের জায়গা ১৯৫২ সালে কেনা সম্পত্তি কোরবান আলী, রুস্তম আলী, আব্দুর রহমান ও বাবু কালি গোপাল ।

গত বৃহস্পতিবার বগুড়ায় জাসদ অফিস ভাংচুরের পর আজ শনিবার বিকেলে শহরের প্রান কেন্দ্র সাতমাথায় জাসদ অফিসের জায়গা ১৯৫২ সালে কেনা সম্পত্তি কোরবান আলী, রুস্তম আলী, আব্দুর রহমান ও বাবু কালি গোপাল । তাদের পক্ষে দাবি করেন মোকলেছুর রহমান ও মিজানুর রহমান তাদের দাদার কেনা সম্পত্তি হিসেবে। ১৯৫২ সালে তার দাদা কিনেছিলেন। সাধিনতা যুদ্ধের সময় এই সম্পত্তি বে হাত হয়ে যায়। পরবর্তীতে জাসদের অফিস হিসেবে ব্যবহার শুরু হয় সাধিনতা যুদ্ধের পর। দলীয় অফিস হিসেবে ব্যবহার করার জন্য তারা দখলে যেতে পারেনী । তাই এখন ভাঙচুর কৃত জাসদ অফিস নিজ দখলে নেওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছেন তারা। পরে বিকেলে বৈষম্যবিরোধী সংগঠন সম্পত্তি দাবিকৃত ব্যানার সরিয়ে শহীদ আবু সাঈদ জামে মসজিদ নির্মারনের ব্যানার লাগিয়ে দেয়। সন্ধ্যার পর এ সি ল্যান্ড এসে সরকারি সম্পত্তি হিসেবে আবার ব্যানার লাগিয়ে দিয়েছেন ।

এই বিভাগের আরোও খবর

Logo