"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা। উপজেলা প্রশাসন ও লামা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, একত মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলাল আহমদ, নারী নেত্রী শাহানাজ পারভীন সহ প্রমূখ। এছাড়া শতাধিক নারী উপস্থিত ছিলেন।