খুলনার দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ আটক- ১

মোঃ শহিদুল ইসলাম প্রকাশিত: ১৪ আগস্ট , ২০২৫ ১৮:২১ আপডেট: ১৪ আগস্ট , ২০২৫ ১৮:২১ পিএম
খুলনার দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ আটক- ১

খুলনার দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া  গ্ৰাম থেকে  ৪ রাউন্ড গুলি ও ছোরা সহ একজনকে  আটক করেছে যৌথবাহিনী।
সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ও যৌথবাহিনী  গোপন সংবাদের ভিওিতে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্ৰামে অভিযান চালিয়ে খালেক শেখের পুত্র আমিরুল শেখ  (৩৪) কে  গুলি ও ছোরা সহ আটক করেছে যৌথবাহিনী । আটক আমিরুলের তথ্য মতে  তার বাড়ির  সিড়ির চিলেকোঠা থেকে  ৪ রাউন্ড  গুলি ও একটি ছোরা উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার  রাত  ১ টার সময় আমিরুল কে দিঘলিয়া থানায় আনা হয়েছে।  তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে।

দিঘলিয়া থানায়  চলমান অভিযানে গোপন সংবাদের ভিওিতে  অফিসার ইনচার্জ  এইচ এম শাহীন এর নেতৃত্বে যৌথবাহিনী দেয়াড়া গ্ৰামে অভিযান  চালিয়ে খালেক শেখের পুএ একাধিক মামলার আসামি  আমিরুল শেখ  (৩৪) কে গুলি ও ছোরা সহ আটক করেছে ।  আমিরুলের নামে দিঘলিয়া থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।

খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, গুলির সাথে অস্ত্র আছে কি-না তা বের করার জন্য রাতভর 
সাঁড়াশি  অভিযান পরিচালনা করছেন । তবে অস্ত্রের কোন সন্ধান পাওয়া যায়নি।
মাদক ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। তিনি সন্ত্রাসী , অস্ত্রবাজা ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৭, তারিখ- ১৪-০৮-২০২৫।

এই বিভাগের আরোও খবর

Logo