খুলনার দিঘলিয়া উপজেলায় ভোটার দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, আদিকাল থেকে জঙ্গল কেটে বিভিন্ন গোত্র বসবাস শুরু করেন সেই থেকে গোত্রের নেতা নির্বাচনের বিষয়ে ভোটের প্রথা চালু হয়েছে। কালের বিবর্তনে জনবসতি বৃদ্ধির সাথে সাথে নেতা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এখনো গনতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে সেখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই। আমরা সৌভাগ্যবান কারণ আমরা গনতন্ত্রের চর্চা করি। নারী পুরুষ একত্রে ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভোটাধিকার অত্যন্ত জরুরি। ''তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৭ম ভোটর দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ২ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশে গঠনে বৈধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় প্রতিনিধি নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে ভোটাররা। ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কামনা করেন।