খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে , উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন,
উপজেলার খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ইতিমধ্যে সড়কের নিবার্হী প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে জেলা প্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করা হবে বলে জানান। এ ছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা এবং খোলাবাজারে খাদ্য শস্য (ওএমএস) এর উন্মুক্ত লটারি সোমবার ( ৩০ জুন) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস ,যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল আব্দুর সাত্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তারা প্রতিনিধি ডাঃ তাসনিয়া, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা , উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম, সেনাটি বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান , ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুর রহমান, আয়তুননেছা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, খানজাহান আলী থানার প্রতিনিধি কামাল হোসেন, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে বেলা ১২ টায় খোলাবাজারে খাদ্য শস্য (ওএমএস) এর ডিলার নিয়োগ উন্মুক্ত লটারি উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদ মেহেদী , শেখ মোসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম , আব্দুল গনি , মোঃ মিলন , গাজী রশিদ, নূর হোসেন নূর সহ সকল দপ্তরের দাপ্তরিক প্রধান গন উপস্থিত ছিলেন।
উপজেলার তিনটি পয়েন্টে উন্মুক্ত লটারির মাধ্যমে( ওএম এস ) ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন, সেনহাটিতে আমেনা বেগম, বারাকপুর শেখ মহাসিন আলী,
উপজেলা চৌরাস্তা মোড়ে ভাই ভাই এন্টারপ্রাইজ ।