খাগড়াছড়িতে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক

মো. নিজাম উদ্দিন প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১১:৩৫ আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৩ ১১:৩৫ এএম
খাগড়াছড়িতে  টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক
খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্স।

খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্স। শুক্রবার ভোরে রামগড় ৪৩ বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন  ও রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস এর যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বল্টুরামস্থ মন্দির ঘাট হতে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সেডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে টাস্কফোর্স জানায়।রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন  বলেন, উপজেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। তিনি ভবিষ্যতে রামগড়কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

এই বিভাগের আরোও খবর

Logo