কোম্পানীগঞ্জে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি।

আব্দুর রহিম প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৯ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৯ পিএম
কোম্পানীগঞ্জে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতি হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ডাকাতি হয়।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বসুরহাট বাজারে ব্যবসা করি। রাতে দোকান থেকে বাড়ি ফেরা পর্যন্ত বাড়ির দরজা খোলা থাকে। এ সুযোগে ডাকাত দলের সদস্যরা আগে বাড়ির সীমানায় ঢুকে লুকিয়ে থাকে। রাত ২টার দিকে পাঁচ থেকে ছয়জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।’ তিনি বলেন, ডাকাতেরা আমাদের জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় তারা ঘরের আলমিরাতে রাখা ৬৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়ির আরও দুটি ঘরে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo